Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Monday, November 28, 2016

জোর জমিয়াছে খেলা

জোর জমিয়াছে খেলা


জোর জমিয়াছে খেলা!


ক্যালকাটা মাঠে সহসা বিকালবেলা।


এই জনগণ-অরণ্যে যেন বহিত না প্রাণবায়ু,


শিথিল হইয়া ছিল যেন সব স্নায়ু!


সহসা মৌন-অরণ্যে আজ উঠেছে প্রবল ঝড়,


ভিড় করে পাখি নীড় ছেড়ে করে কোলাহল-মর্মর।


জমাট হইয়া ছিল সাগরের জল,


সহসা গলিয়া ছুটিল স্রোতের ঢল।


ময়দানে জোর ভিড় জমিয়াছে বড়ো ছোটো মাঝারির,


স্বদেশি বিদেশি লোভী নির্লোভ হেটো মেঠো বাজারির!


এই দিকে ‘রাজি’, ওদিকে ‘নারাজি’ দল,


সেন্টারে পড়ে আছে ‘ভারতের স্বাধীনতা’-ফুটবল!


‘রাজি’ জয়ী হবে বলে বাজি রাখে মজুর ও বিড়িওয়ালা,


কেল্লার ধারে জমায়েত হয়ে বাঁধা রেখে ঘটি থালা।


কাহার কেল্লা ফতে হবে সবে কয়,


‘রাজি’রা খেলিতে জানে, উহারাই জয়ী হবে নিশ্চয়।


‘গ্যালারি’ ভরতি মধ্যবিত্ত আধা-বড়োলোক যত,


ছাতা উঁচাইয়া ‘রাজি’দের জয়ধ্বনি করে অবিরত।


‘নারাজি’ দলের ‘সাপোর্টার’ যত কোট প্যান্ট চাপকান,


সংখ্যায় সাত কুড়ি, তবু তিন হাত তুড়িলাফ খান!


এরা খায় বিড়ি, ওরা খায় সিগারেট,


এরা খায় চানাচুর ও বাদাম, ওরা চপ কাটলেট!


জোর জমিয়াছে খেলা,


বুট-পরা পায়ে ফুটবলে লাথি মারে, হুল্লোড় মেলা!


খাইয়া ‘ফাউল-কারি’ ‘নারাজি’রা কেবল ফাউল করে,


রেফারিকে দেয় কাফেরি ফতোয়া যদি সে ফাউল ধরে!


‘শেম’ ‘শেম’ বলে জনগণ, হ্যাটুয়ারা দেয় হ্যাটে তালি,


খেলতে পারে না, ফেলিতে পারে না ঠেলা দিয়ে, দেয় গালি।


কোন দল জেতে কোন দল হারে, উঠিয়াছে কোন্দল,


‘নারাজি’র দিকে বুড়োরা, ‘রাজি’র জোয়ান নতুন দল।


উঠেছে হট্টগোল


ওই দিল – গোল, গোল!


মটরুর নানা দেড় চোখ কানা, ঝুড়ি তুলে মারে কিক,


লুঙ্গি ধরে চলে ‘রাজি’রা এবার গোল দিল দেখো ঠিক!


‘নারাজি’রা হল যেন আলু-ভাজি, করে শুধু হ্যান্ডবল,


যত গোল খায় তত গোলমাল করে তারা অবিরল!


কবুতর ওড়ে, মোগলি লম্ফ মারে বগলের ছাতা,


‘জয় রাজি’ বলে ওড়ায় রঙিন কুচি কাগজের পাতা।


  


খেলা জমিয়াছে জোর,


‘নারাজি’রা রাগে, ‘রাজি’রা ততই হাসিয়া করে স্কোর!


‘নারাজি’র দলে বিদেশি খেলুড়ি, ‘রাজি’র দেশের ছেলে,


‘রাজি’রা পায়ের জোরে খেলে ‘নারাজি’রা গা-র জোরে ঠেলে।


আজও খেলা শেষ হয় নাই ময়দানে,


‘হাফটাইমের’ আগেই কে গোল খেয়েছে সবাই জানে।


  


এরই মাঝে আসিয়াছে ঘনঘটা রুক্ষ আকাশ ঘিরে,


কারা যেন ক্রোধে নীল আশমান বিজলি-নখরে চিরে!


বাজে বাদলের মাদল ঝাঁজর মৃদঙ্গ গুরুগুরু,


মাথার উপরে ছাতার তাম্বু, বৃষ্টি হয়েছে শুরু!


দর্শক দ্যাখে, এঁকেবেঁকে পড়ে মাঠে কারা পিছলায়ে,


‘রাজি’ দল ছোটে তিরের মতন চাকা বাঁধা যেন পায়ে!


  


খেলা জোর জমিয়াছে,


দর্শক সব এবার এগিয়ে এসেছে দড়ির কাছে।


বৃষ্টি নেমেছে, এবার দৃষ্টি প্রখর করো রে দাদা,


কার দিকে কত হয় সে ফাউল, কে ছিটায় কত কাদা।


  


খেলা দ্যাখো, দ্যাখো খেলা,


‘রাজি’ কি ‘নারাজি’ জয়ী হল, বলো তোমরাই সাঁঝ-বেলা!


কবুতরগুলি ফেরে নাই ঘরে, ঘুরিছে মাথার পর,


কাহারা জিতিল, দেশে দেশে গিয়া শুনাবে খোশখবর!

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !