Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Monday, November 28, 2016

এ বাসি বাসরে

১৬


বৃন্দাবনী সারঙ — মিশ্র দাদরা


  


এ বাসি বাসরে আসিলে কে গো ছলিতে।


কেন পুন বাঁশি বাজালে কাফি-ললিতে।।


   নিশীথ গভীরে


   কেন আঁখি-নীরে


   এলে ফিরে ফিরে


গোপনকথা বলিতে।।


দলিত কুসুম-দলে রচিয়াছি শয়ন


অন্ধ তিমির রাতি, নিবু-নিবু নয়ন!


   মরণ-বেলায় প্রিয়


   আনিলে কি অমিয়


   এলে কি গো নিঠুর


ঝরা ফুল দলিতে।।

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !