২৩
আনো গোলাপ-পানি, আনো আতরদানি গুলবাগে
সেহেলি গো কিছু ভালো নাহি লাগে।।
বেদুইন ছেলের বাঁশি কারে ডাকে
কেঁদে কেঁদে অনুরাগে।।
মরুযাত্রীদের উটের সারি যেমন চাহে তৃষার বারি
তেমনই মম পিয়াসি পরান যেন কার
প্রেম-অমৃত বারি মাগে।।
চাঁদের পিয়ালাতে জোছনা-শিরাজি ঝরে যায়
আমারই হৃদয় কেন গো সে মধু নাহি পায়।
হায়, হায়, বাদাম গাছের আঁধার বনে
নিশ্বাস ওঠে যেন বুলবুলির শিসের সনে,
বিরহী মোর কোথায় কাঁদে কোন মদিনাতে–
ফোরাত নদীর রোদন সম বুকে ঢেউ জাগে।।
No comments:
Write comments