Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Monday, November 28, 2016

বসিয়া বিজনে কেন একা মনে


ইমন-মিশ্র গজল — কাহারবা


  



বসিয়া বিজনে

কেন একা মনে



পানিয়া ভরণে

চল লো গোরি।



চল জলে চল

কাঁদে বনতল,



ডাকে ছলছল

জল-লহরি।।



দিবা চলে যায়

বলাকা-পাখায়,



বিহগের বুকে

বিহগী লুকায়!



কেঁদে চখাচখি

মাগিছে বিদায়



বারোয়াঁর সুরে

ঝুরে বাঁশরি।।



সাঁঝ হেরে মুখ

চাঁদ-মুকুরে



ছায়াপথ-সিঁথি

রচি চিকুরে,



নাচে ছায়ানটী

কানন পুরে



দুলে লটপট

লতা-কবরী।।



‘বেলা গেল বধূ’

ডাকে ননদি



চ-লো জল নিতে

যাবি লো যদি,



কালো হয়ে আসে

সুদূর নদী,



নাগরিকা-সাজে

সাজে নগরী।।



মাঝি বাঁধে তরি

সিনান-ঘাটে,



ফিরিছে পথিক

বিজন মাঠে,



কারে ভেবে বেলা

কাঁদিয়া কাটে



ভর আখিঁ-জলে

ঘট গাগরি।।



ওগো বে-দরদি,

ও রাঙা পায়ে



মালা হয়ে কে গো

গেল জড়ায়ে!



তব সাথে কবি

পড়িল দায়ে



পায়ে রাখি তারে

না গলে পরি।।



  


No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !