৭৫
কেমনে হইব পার
হে প্রিয়, তোমার আমার মাঝে এ বিরহের পারাবার
নিশীথের চখাচখির মতন
দুই কূলে থাকি কাঁদি দুইজন
আসিল না দিন মোদের জীবনে
অন্তহীন আঁধার।
কেমনে হইব পার।।
সেধেছিনু বুঝি বাদ
কাহার মিলনে সে কোন জনমে, তাই মিটিল না সাধ।
স্মৃতি তব ঝরা পালকের প্রায়
লুটায় মনের বালুচরে হায়
সে কোন প্রভাতে কোন নবলোকে
মিলিব মোরা আবার।
No comments:
Write comments