Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Monday, November 28, 2016

চরণ ফেলি গো মরণ-ছন্দে

৩৯


খাম্বাজ — আড়-খেমটা


  


চরণ ফেলি গো মরণ-ছন্দে


    মথিয়া চলি গো প্রাণ।


মর্ত্যের মাটি মহীয়ান করি


    স্বর্গেরে করি ম্লান।।


চিতার বিভূতি মাখিয়া গায়


লজ্জা হানি গো অন্নদায়,


বাঁধিয়াছি বিদ্যুল্লতায়,


    দেবরাজ হতমান।


পাতাল ফুঁড়িয়া করি গো মাতাল


    রসাতল-অভিযান।।

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !