১৩
তিলং–সাদ্রা
পূজা-দেউলে মুরারি,
শঙ্খ নাহি বাজে,
বন্ধ দ্বার, নির্বাপিত দীপ লাজে॥
ভগ্ন ঘট, শূন্য থালা,
পুণ্য-লোক রক্তে ঢালা
দৈত্য সেথা নৃত্য করে মৃত্যু-সাজে,
দাও শরণ তব চরণ মরণ-মাঝে॥
No comments:
Write comments