[আবির্ভাব]
১
তাই লা জ?
ওরে
মুসলিম, খর্জুর-শিষে তোরা সাজ!
শোন
কোন মুজ্দামুজ্দা : খোশখবর, সুসংবাদ। সে উচ্চারে হেরাহেরা : আরবের হেরা নাম পর্বত। এই গিরি-গুহায় হজরত মোহাম্মদ(দঃ) সাধনায় সিদ্ধি লাভ করেন। আজ
ধরা-মাঝ!
উরজ-য়্যামেন নজ্দ হেজাজ তাহামাতাহামা : উরজ্, য়্যামেন, নজদ, হেজাজ, তাহামা – আরবের পাঁচটি প্রদেশের নাম। ইরাক ইরাক : মেসোপটেমিয়া প্রদেশ। শামশাম : সিরিয়া প্রদেশ।
পড়ে
‘সাল্লাল্লাহু আলায়হি সাল্লামসাল্লাম : আরবি ভাষায় উচ্চারিত ‘দরুদ’ বা শান্তিবাণী। মুসলমান মাত্রকেই হজরতের নামের শেষে এই ‘দরুদ’ পাঠ করা একান্ত কর্তব্য। ইহার অর্থ – ‘তাঁহার উপর খোদার শান্তি ও করুণাধারা বর্ষিত হউক।’।
টলে
কাঁখের কলসে কওসর কওসর : অমৃত। ভরভর : ভরা, পূর্ণ।, হাতে আব-জমজমজমজম : মক্কার ‘জমজম’ নামক কূপের পবিত্র জল। জামজাম : পেয়ালা।।
পড়ে
‘সাল্লাল্লাহু আলায়হি সাল্লানম।’
২
ব্যস থাম্!
পশ্চিমে নীলানীলা : নীলবর্ণ জলবিশিষ্ট। ‘লোহিতে’রলোহিত : লোহিত সমুদ্রের। খুন-জোশিতে
জোশ : রক্ত-উত্তেজনায়। রে লাগে আগ,
জোশ : রক্ত-উত্তেজনায়। রে লাগে আগ,
দূরে
ঘূর্ণির তালে সুর বুনে হুরি ফুর্তির,
ঝুরে
সুর্খিরসুর্খি : লালিমার। ঘন লালি উষ্ণীষে ইরানিইরানি : পারস্যের অধিবাসী। দূরানিদূরানি : কাবুলি। তুর্কির!
আজ
বেদুইন তার ছেড়ে দিয়ে ঘোড়া ছুড়ে ফেলে বল্লম
পড়ে
‘সাল্লাল্লাহু আলায়হি সাললাম।’
৩
ভয়ে
ভূমি চুমে ‘লাত্ মানাত’মানাত : আরবের মূর্তিপূজকগণের ঠাকুরদের নাম।-এর ওয়ারেশিনওয়ারেশিন : উত্তরাধিকারিগণ, (এখানে) ওই মূর্তিসমূহের দলবল।।
রোয়ে
ওয্যা-হোবলহোবল : আরব মূর্তিপূজারিদের দুই প্রধান প্রতিমা। ইবলিসইবলিস : শয়তান। খারেজিনখারেজিন : এক বদমায়েশ-সম্প্রদায়।, –
ঘন
উথলে অদূরে ‘জম-জম’ শরবৎ!
পানি কওসর,
মণি জওহর
টানি
মালিক-উল-মৌতমৌত : ফেরেশতার (স্বর্গীয় দূত) নাম; জীবের জীবন-সংহার এই যমরাজের হাতে। জিঞ্জিরজিঞ্জির : শেকল। – বাঁধে মৃত্যুর দ্বার লৌহর।
৪
জন্ জাল
কঙ্ কাল
ভেদি,
ঘন জাল মেকি গণ্ডির পঞ্জার
ছেদি,
মরুভূতে একী শক্তির সঞ্চার!
বেদি
পঞ্জরে রণে সত্যের ডঙ্কার
ওংকার!
শঙ্কারে করি লঙ্কার পার কার ধনু-টংকার
হুংকারে ওরে সাচ্চা-সরোদে শাশ্বত ঝংকার?
ভূমা-
নন্দে রে সব টুটেছে অহংকার!
মর- মর্মরে
নর- ধর্ম রে
ভর্
দিল্ জান্ – পেয়ে শান্তি নিখিল ফিরদৌসের হর্ম্য রে!
‘ওয়ে
মার্হাবা ওয়েওয়ে : ওগো, বাছা। মার্হাবামার্হাবা : সাবাস। এয়্ সর্ওয়ারে কায়েনাতকায়েনাত : সৃষ্টির শ্রেষ্ঠ।!’
৫
দর্- ওয়ান
আজি
বান্দাবান্দা : হুজুরে-হাজির গোলাম, বন্দনাকারী। যে ফেরউন শাদ্দাদ নমরুদ মারোয়ানমারোয়ান : বিখ্যাত ঈশ্বরদ্রোহী সব।;
‘কোর-আন’!
দূরে
আব্দুল্লারআব্দুল্লা : হজরতের স্বর্গগত পিতা। রুহ্
রুহ্ : আত্মা। কাঁদে, “ওরে আমিনারে গমি নাইনাই : দুঃখ কোরো না।–
রুহ্ : আত্মা। কাঁদে, “ওরে আমিনারে গমি নাইনাই : দুঃখ কোরো না।–
হায় হর্দম্
ধায়
দাদা মোত্লেব কাঁদি, – গায়ে ধুলা কর্দম!
‘ভাই।
কোথা তুই?’ বলি বাচ্চারে কোলে কাঁদিছে হাম্জাহাম্জা : হজরতের যুদ্ধবিশারদ পিতৃব্য, যিনি ওহদের যুদ্ধে শহিদ হন। দুর্দম!
No comments:
Write comments