Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Sunday, November 27, 2016

দীওয়ান-ই-হাফিজ — গজল ৮

দীওয়ান-ই-হাফিজ


গজল ৮


  


বুক-ব্যথানো বেণুর বেদন বাজিয়েছিল কাল রাতে


বনশিওয়ালা – আল্লাতালা রাখুন তারে আহ্লাদে!


  


করলে আমায় ক্লান্ত এতই তার সে মুরজ মুরঝা সুর –


বোধ হল মোর বিশ্ব-নিখিল কেবল কান্না-বেদনাতুর!


  


পার্শ্বে ছিল ছুকরি সাকি ঠোঁট-কূপে যার ‘আব-হায়াত’আব-হায়াত : মৃতসঞ্জীবনী-সুধা !


মুখ আলো আর কেশ কালো যার খেলায় সদাই দিন ও রাত।


  


বিহ্বল আমার তৃষ্ণা দেখে পাত্রে আরও ঢালল মদ,


মদ-মদালস কইনু আমি চুম্বি সাকির পুণ্য পদ –


  


“মুক্তি দিলে আমার ‘অহম’-দুঃখ থেকে আজ তুমি,


মদ ঢেলে যেই করলে অধর কাচ-পেয়ালার নাচ-ভূমি।


  


আল্লা তোমায় আগলে রাখুন আলাই-বালাই আপনি নে,


সাকি! তোমার সর্বলোকে কল্যাণ হোক সব দিনে।”


  


হাফিজ যখন আপন-হারা কোথায় বা তোর ‘কায়কাউস’কায়কাউস : প্রাচীন পারস্যের প্রবল পরাক্রান্ত দুই বাদশা।,


কায়কোবাদেরকায়কোবাদ : প্রাচীন পারস্যের প্রবল পরাক্রান্ত দুই বাদশা। কুল-মুলুক? এক তিল বরাবর তখত্‌তাউসতখত্‌তাউস : ময়ূর-সিংহাসন।

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !