Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Sunday, November 27, 2016

দীওয়ান-ই-হাফিজ — গজল ২

দীওয়ান-ই-হাফিজ


গজল ২


  


হে মোর সুন্দর! চাঁদের চাঁদমুখ তোমার রৌশনরৌশন : জ্যোতির্ময়। রূপ মেখেই,


রূপের জৌলুস তোমার টোলদার চিবুক-গন্ডের কূপ থেকেই।


  


ওষ্ঠে প্রাণ! হায়, দেখতে চাও তায় গোল-বদন ওই ঘোমটা-হীন,


জানাও ফরমানফরমান : হুকুম। জ্বলবে আর না নিববে জান্‌টার মোমটা ক্ষীণ!


  


তোমার কেশপাশ আমার দিল্ বাস – জমবে জোট সেই এক জা-গায়, -


আরজআরজ : প্রার্থনা, নিবেদন। এই ক্ষীণ মিটবে কোন দিন? আর না বিচ্ছেদ - দেকদেক : বিরক্তি। লাগায়!


  


নার্গিস-অক্ষি! হরলে সব সুখ তোমার নয়নার অত্যাচার


মস্ত্ চাউনির হস্তে তাই কই যাক সতীত্বও হত্যা ছার!


  


খুলবে এইবার নয়ন-পাত তার বদ-নসিববদ-নসিব : হতভাগ্য। মোর নিঁদ-আতুর,


আজ যে প্যারিরপ্যারি : প্রিয়তমা। উজ্‌লিউজ্‌লি : উজ্জ্বল। স্মিরতি-য়স্মিরতি-য় : স্মৃতিতে। আনলে নির্ঝর ক্ষীণ আঁসুর!


  


পাঠিয়ো ভোর বায় ফুল্ল ফুল তুল তোমার গণ্ডের ফুল-তোড়া!


যদিই পাই তায় তোমার বোঁস্তারবোঁস্তার : কুঞ্জ। খোশবুদাখোশবুদা : সুরভিত। খাকখাক : মৃত্তিকা। ধুল থোড়া!


  


দে খবর দিল্-দার পিয়ায় সই বক্ষে আজ মোর জোর ব্যথা,


মাথার দিব্যি রইল সই লো, জরুর কস তায় মোর কথা!


  


জামশেদেরজামশেদ : পারস্যের বাদশা, যাঁর আমলে শরাব-জাম বা এক নতুন ধরনের মদের পিয়ালার প্রচলন হয়। দর্-বারের সাকি! বাড়ুক পরমাই মদ্য-পিয়ো!


তোমার হস্তে এ-মদের ভাঁড় মোর পুরল নাই ভাই যদ্যপিও!


  


‘য়্যাজদ্’য়্যাজদ্ : পারস্যের এক প্রদেশ। মুল্‌কের বাসিন্দায় সব বলবে, বন্ধু ভোর-সমীর!


ভরুক ময়দান লুটাক পায়-পায় অকৃতজ্ঞের খণ্ড শির!


  


“বহুত দূর পথ বহুত বিচ্ছেদ স্মৃতির ভুল হায় হয়নি তায়,


তাদের বাদশার গোলাম আজকেও তাদের খোশনামখোশনাম : প্রশংসা। কয় সদাই।”


  


চলতে মোর পথ সামলো প্যারি, আঁচর, খাক আর খুন হতে;


তোমার এশ্‌কেরএশ্‌ক : প্রেম। নিরাশ খুন-দিল্ লোহুয়লোহুয় : রক্তে। পথ এ পূর্ণ যে!


  


এয়্ শাহানশা্‌হ! ওয়াস্তেওয়াস্ত : দোহাই। আল্লার শক্তি দাও এই, অহর্নিশ্-


আশমানের ন্যায় চুম্বি অমনি তোমার খাস রং-মহল শীষ!


  


আশিস চায় এই ‘হাফিজ’ হরদম, কও ‘আমিন’আমিন : তথাস্তু। সব খুব মনে –


“লাল শিরীনলাল শিরীন : মধুভরা। ঠোঁট পিয়ার রোজ পাই, ভরাই লাখ লাখ চুম্বনে!”





ছন্দসূত্র :–


এয়্ ফরোগে মাহে হোসন আজ রূয়ে রোখ্‌শা নে শুমা


আবরূয়ে খূবি আজ চা- হো জনখদা নে শুমা।

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !