Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Wednesday, November 30, 2016

আমার সকলই হরেছে


আশাবরি – কাওয়ালি


  



আমার

সকলই হরেছে হরি



  

       এবার আমায় হরে নিয়ো।



যদি

সব হরিলে নিখিল-হরণ



  

এবার   ওই চরণে শরণ দিয়ো॥



আমায়

ছিল যারা আড়াল করে,



হরি

তুমি নিলে তাদের হরে,



ছিল

প্রিয় যারা গেল তারা,



  

হরি   এবার তুমিই হও হে প্রিয়॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !