৬
(বেদেনির গান)
দরবারি-কানাড়ি – কাওয়ালি
মহুল গাছে ফুল ফুটেছে
নেশার ঝোঁকে ঝিমায় পবন।
গুনগুনিয়ে ভোমর এল
ওলো
গুণ করে ওর ভোলাল মন।।
আউরে গেছে মু-খানি ওর,
করল বাতাস খুলে আঁচর,
চাঁদের লোভে এল চকোর
মেঘে ঢাকিসনে লো নয়ন।।
কেশের কাঁটা বিঁধে পাখায়
রাখল ওরে বেঁধে শাখায়,
মউ টুসি মউ-মদের মিঠায়
কপটে কর নিকট আপন।।
No comments:
Write comments