ক্ষুধিত ব্যাঘ্র
ক্ষুধিত অগ্নিময় ব্যাঘ্র আসিয়া
হত্যা করিল তামসী নিশীথিনীরে।
পৃথিবীর অরণ্য বিদীর্ণ করি
সঞ্চারি ফেরে ডেভিলের রুধিরে রুধিরে।।
দৈত্য-দানবের চর্বি খেয়ে চিৎকার করে বাঘ : আয় কে মরবি?
ছিন্ন কর সপ্ত আকাশে চিবাইল হিম গিরিরে।।
চামড়া কামড়ায়ে অবিদ্যা, কাম ও রতির,
সপ্ত পাতালে ছুটে যায় হয়ে উগ্র অধীর।
থাবা মেরে মাটি ফেলে দিল পাথারের তীরে।।
চার-চিল নখর-চঞ্চুতে মাংস ছিঁড়ে খায়,
এ মারি কীসে মারি ব্যাঘ্র চেঁচায়!
অভেদ ও অভিন্ন, অসাম্যে ল্যাজের আছাড়ে
ক্রুদ্ধ ব্যাঘ্র ফেলে দিল কাছাড়ে।
বাপ কী নাচা রে।
কাছা ও কোঁচা খুলে গেল বিদ্বেষ ও হিংসায়
একী খিঁচাখিঁচি রে।।
No comments:
Write comments