১৯
বিহারী খাম্বাজ মিশ্র — দাদরা
সখী, বোলো-বঁধূয়ারে নিরজনে
দেখা হলে রাতে ফুলবনে।।
কে করে ফুল চুরি জেনেছে ফুলমালি,
কে দেয় গহিন রাতে ফুলের কুলে কালি
জেনেছে ফুলমালি গোপনে।।
কাঁটার আড়ালে গোলাবের বাগে
ফুটায়েছে কুসুম কপট সোহাগে,
সে কুসুম-ঘেরা মেহেদির বেড়া,
প্রহরী ভোমোরা সে কাননে।।
ও পথে চোর-কাঁটা, সখী, তায় বলে দিয়ো,
বেঁধে না বেঁধে না লো যেন তার উত্তরীয়!
এ বনফুল লাগি না আসে কাঁটা দলি,
আপনি যাব আমি বঁধুয়ার কুঞ্জ-গলি!
বিকাব বিনিমূলে ও-চরণে।।
No comments:
Write comments