৪২
তুমি প্রভাতের সকরুণ ভৈরবী,
শিশির-সজল ভোরের আকাশে ভাসে
তোমারই উদাস ছবি।।
বিষাদ গভীর কার কল্পনা
রূপ ধরে তুমি ফের আনমনা।
তোমারই মুরতি ধেয়ায় স্বপনে
বিরহী সুরের কবি
তুমি ধরা দিতে যেন আস নাই ধরণিতে
একা-একা খেলা খেল সারাবেলা
সাথিহীন তরণিতে।
আঘাত হানিয়া সে কোন নিঠুর
জাগাবে তোমাতে আশাবরি সুর
পাষাণ টুটিয়া গলিয়া পড়িবে অশ্রুর জাহ্নবী।।
No comments:
Write comments