Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Tuesday, November 29, 2016

কেউ ভোলে না কেউ


মান্দ – কাহারবা


  



কেউ

ভোলে না কেউ ভোলে


      অতীত দিনের স্মৃতি।



কেউ

দুখ লয়ে কাঁদে,


কেউ         ভুলিতে গায় গীতি।।



কেউ

শীতল জলদে


হেরে         অশনির জ্বালা,



কেউ

মঞ্জুরিয়া তোলে


তার         শুষ্ক কুঞ্জ-বীথি।।



হেরে

কমল-মৃণালে


কেউ         কাঁটা কেহ কমল।



কেউ

ফুল দলি চলে


কেউ         মালা গাঁথে নিতি।।



কেউ

জ্বালে না আর আলো


তার         চির-দুখের রাতে,



কেউ

দ্বার খুলি জাগে


চায়         নব চাঁদের তিথি।।

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !