২
পুরবি – তেতালা
বিদায়ের বেলা মোর ঘনায়ে আসে
দিনের চিতা জ্বলে অস্ত আকাশে।
দিনশেষে শুভদিন এল বুঝি মম,
মরণের রূপে এলে মোর প্রিয়তম,
গোধুলির রঙে তাই দশদিশি হাসে।।
দিন গুনে নিরাশার পথ-চাওয়া ফুরাল,
শ্রান্ত এ জীবনের জ্বালা আজ জুড়াল।
ওপার হতে সে এল তরি বাহি।
হেরিলাম সুন্দরে, আর ভয় নাহি।
আঁধারের পারে তার চাঁদমুখ ভাসে।।
No comments:
Write comments