৪৮
মোর গানের কথা যেন আলোকলতা
যেন স্বর্ণলতা।
মূল নাই ফুল নাই আছে শুধু
বর্ণের বিহ্বলতা।।
আকাশ-বনস্পতি জড়ায়ে
ধরনির বুকে পড়ে গড়ায়ে
কখন কি আবেশে কার কথা ভাবে সে
কে জানে কেন অযথা।।
রহে কারও বক্ষে, রহে কারও চক্ষে বিরহের অশ্রুজলে
কন্ঠলগ্না কারও রহে সে গীত-কলি মুঞ্জরে অধরতলে।
রাখি হয়ে কারও হাত বাঁধে সে
কাহারও চরণতলে কাঁদে সে
সুরে সুরে গুঞ্জিত ও যেন পুঞ্জিত
অকারণ মৌন ব্যথা।।
No comments:
Write comments