Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Tuesday, November 29, 2016

কোন সে সুদূর অশোক-কাননে

৯৩


কোন সে সুদূর অশোক-কাননে বন্দিনী তুমি সীতা


আর কতকাল জ্বলিবে আমার বুকে বিরহের চিতা


  সীতা – সীতা।


  বিরহে তোমার অরণ্যচারী


  কাঁদে রঘুবীর বল্কলধারী,


  ঝরা চামেলির অশ্রু ঝরায়ে


  ঝুরিছে বন-দুহিতা।


  সীতা – সীতা!


তোমার আমার এই অনন্ত অসীম বিরহ নিয়া


কত আদি কবি কত রামায়ণ রচিবে কে জানে প্রিয়া।


  বেদনার সুর-সাগর তীরে


  দয়িতা আমার এসো এসো ফিরে


আবার আঁধার হৃদি-অযোধ্যা


হইবে দীপান্বিতা।।


  সীতা – সীতা।

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !