Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Monday, November 28, 2016

আজি এ কুসুম-হার

২৮


সিন্ধু কাফি-খাম্বাজ — যৎ


  



  

আজি এ কুসুম-হার      সহি কেমনে



  

ঝরিল যে ধুলায়        চির অবহেলায়



  

কেন এ অবেলায়       পড়ে তারে মনে।।


  



  

তব তরে মালা        গেঁথেছি নিরালা



  

সে ভরেছে ডালা       নিতি নব ফুলে।



(আজি)

তুমি এলে যবে        বিপুল গরবে



  

সে শুধু নীরবে         মিলাইল বনে।।


  



  

আঁখি-জলে ভাসি       গাহিত উদাসী



  

আমি শুধু হাসি        আসিয়াছি ফিরে।



(আজি)

সুখ-মধুমাসে          তুমি যবে পাশে



  

সে কেন গো আসে     কাঁদাতে স্বপনে।।


  



  

কার সুখ লাগি         রে কবি বিবাগি,



  

সকল তেয়াগি         সাজিলি ভিখারি।।



(তুই)

কার আঁখি-জলে       বেঁচে রবি বলে



  

ফুলমালা দলে         লুকালি গহনে।।

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !