৪৩
গারা-ভৈরবী — কাহারবা
কার নিকুঞ্জে রাত কাটায়ে
আসলে প্রাতে পুষ্পচোর।
ডাকছে পাখি, ‘বউ গো জাগো,
আর ঘুমায় না, রাত্রি ভোর’।।
জুঁই-কুঁড়িরা চোখ মেলে চায়,
চুমকুড়ি দেয় মৌমাছি।
শাপলা-বনে চাঁদ ডুবে যায়
ম্লান চোখে হায় চায় চকোর।।
ঘোমটা ঠেলি কয় চামেলি,
গোল কোরো না গুল-ডাকাত,
ঢুলছে নয়ন, দুলছে গলায়
বেল-টগরের ছিন্ন ডোর।।
বোরকা খুলি বন-কেতকীর
ফুলরেণুতে রাঙলে গা,
পারুল-বধূর মাগলে মধু,
হাসনাহেনার ভাঙলে দোর।।
গায় কাওয়ালি বাদলি রুমঝুম,
তয়ফাওয়ালি নাচে মউর
ঝুরছে কদম, মেঘ-তমালে
বিজলি-চোখে চায় কিশোর।।
শোন রে কবি পুষ্পলোভী
আজ ধরেছি ফুল চুরি,
হুল ফুটিয়ে, ফুলবালাদের
কুল ভুলানো ভাঙব তোর।।
No comments:
Write comments