Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Tuesday, November 29, 2016

তুমি আমার সকাল বেলার সুর

৪৬


তুমি আমার সকাল বেলার সুর


হৃদয় অলস-উদাস-করা অশ্রু-ভারাতুর।।


ভোরের তারার মতো তোমার সজল চাওয়ায়


ভালোবাসার চেয়ে সে যে কান্না পাওয়ায়


    রাত্রি-শেষের চাঁদ তুমি গো


    বিদায়-বিধুর।।


তুমি আমার ভোরের ঝরাফুল


শিশির-নাওয়া শুভ্র শুচি


   পূজারিনির তুল।


অরুণ তুমি, তরুণ তুমি, করুণ তারও চেয়ে,


হাসির দেশে তুমি যেন বিষাদ-লোকের মেয়ে,


তুমি ইন্দ্র-সভায় মৌনবীণা, নীরব নূপুর।।

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !